অর্ধমৃত



 






















অর্ধমৃত 

কিছু পরাধীনতা তোমায় হারায় না;
কিছু স্বাধীনতা তোমায় মুক্ত করে না;
কিছু যুক্তি তোমায় জেতায় না;
কিছু তর্ক তোমায় মানায় না।

কিছু গল্পে আজ আর ঘুম আসেনা;
কিছু কান্নায় আজ আর বুক ভাঙ্গেনা;
কিছু সত্তা আজ আর মুক্ত নেই;
কিছু আঁত্তায় আজ আর রক্ত নেই;
কিছু কাব্যে আজ আর ছন্দ নেই।

তবু সত্য নাকি সোচ্চার আছে,
সুশীল কিছু বোদ্ধার কাছে।
শুধু শব্দে আজ আর জোর নেই,
কারো পাঁজোরে আজ আর হাড় নেই।   

Comments