শত সহস্র কোটি
বেদনার মূর্ছনা
প্রতিরাতে
প্রতিধ্বণিত হয়
সেই, সুসজ্জিত
ঐতিহ্যবাহী প্রাসাদে
যেখানে, কোন এক
অভিশপ্ত রাজপুত্রের বাস।
জনতার ভিড়ে
লোকালয় চিড়ে
কোন এক অজ্ঞাত
কারণে
হটাৎ
অভিশপ্ত হয় সে।
সে এক অদ্ভুত
অভিশাপ,
মহাকালের
চিরায়েত নিয়মে
সুখ আর দুঃখের
সহবাস।
সুখ গুলোই থাকে
শুধু থাকে দৃশ্যমান
দুঃখগুলোর হৃদয়
চেড়া আর্তনাদ
কারোও হৃদয়ে
ধ্বণিত হয় না।
কেউ দেখেনা,
কেউ বোঝেনা।
এটাই তার আজন্ম
অভিশাপ।
প্রতিদিনের
অক্লান্ত পরিশ্রমে
হাঁড়-পাজোড় যখন
এক হবার জোগাড়
মস্তিষ্কের শিরাগুলো
যখন হাঁপিয়ে উঠেছে
ঠিক তখনই
মর্তলোকের কোন
এর
রুপসী
রাজকন্যার স্বপ্ন তাকে দু’দন্ড শান্তিদেয়।
সুখ গুলোর কথা
ভেবে
দুঃখভোলার
অমায়িক অভিনয়ে
কেটে যায়
দ্বিপ্রহর,
রাত্রিরা হয়
ভোর।
শত সহস্র কোটি
বেদনার মূর্ছনা
প্রতিরাতে
প্রতিধ্বণিত হয়
সেই, সুসজ্জিত
ঐতিহ্যবাহী প্রাসাদে
যেখানে, কোন এক
অভিশপ্ত রাজপুত্রের বাস।
- মোঃ ইসলাম (১৩.০৩.২০০৫)
Comments
Post a Comment